রাবিতে আগত নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু

আপডেট: ২০১৬-০২-০৬ ১৮:৪৯:৫৮


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। শনিবার বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে যোগ দেন। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান কয়েকটি বিভাগের ওরিয়েন্টেশনে যোগ দেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা ছাড়াও রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্ট থেকে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লবসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসএস