দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৮:৪৭:০৯


Debhata Reporters Club 16 Picxদেবহাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ঈদগাহ বাজারস্থ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সকলের সম্মতিক্রমে দৈনিক পত্রদূতের মীর খায়রুল আলমকে সভাপতি, দৈনিক কালের চিত্রের আব্দুর রব লিটু সাধারণ সম্পাদক, সহ-সভাপতি দৈনিক কল্যাণের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক পত্রদূতের আকতার হোসেন ডাবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক সাতনদীর কবির হোসেন, দৈনিক দক্ষিণের মশালের এমএ মামুন অর্থ সম্পাদক, দৈনিক আজকের সাতক্ষীরার জিএম নাজমুল হোসেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, রেডিও নলতার শরিফুজ্জামান দপ্তর সম্পাদক, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাতক্ষীরা টুডে’র আরিফুল ইসলাম, দৈনিক সাতনদীর তরিকুল ইসলাম লাভলু নির্বাহী সদস্য, দৈনিক যশোরের আবুল হোসেন, সাতক্ষীরা টুডে’র কেএম রেজাউল করিম, সাপ্তাহিক মোকাবেলার গোপাল কুমার দাশ, রেডিও নলতার রবিউল ইসলাম, আল-আমিন মনোনিত হয়েছেন।

সানবিডি/ঢাকা/রাআ