সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০৬ ১০:৩৯:৩২
নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে লাইনের ওপর আটকা পড়া ট্রাকের সংঘর্ষ হয়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটিকে টেনে প্রায় ৫০০ গজ দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে। পরে সকাল সাড়ে ৮টা থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সানবিডি/ এন/আই