রাবিতে কম্পিউটার ল্যাবের উদ্বোধন
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৮:৪৯:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কম্পিউটার ল্যাব এবং সপ্তাহব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় পরিচালিত কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচীর এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রকল্পের ব্যবস্থাপক ড. এ কে এম মাহমুদুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. ফারহাত তাসনীম।
সানবিডি/ঢাকা/এসএস