এলএনজি টার্মিনালে ত্রুটি, দেড় মাস গ্যাসসংকটের শঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৭:০৬:০১
মহেশখালীর গভীর সমুদ্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসে ব্যবহৃত ভাসমান দুটি টার্মিনালের একটির মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে এলএনজি থেকে দিনে প্রায় ১২ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। এ কারণে আগামী দেড় মাস দেশে গ্যাসসংকটের শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, এই ত্রুটি মেরামত করতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় বিদেশ থেকে গ্যাস নিয়ে আসা জাহাজগুলো সামিটের টার্মিনালে নোঙর করতে পারছে না।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত ১৮ নভেম্বর বিকেল ৫টায় সামিটের টার্মিনালের মুরিং লাইন ছিঁড়ে যায়। ফলে এলএনজিবাহী কার্গো টার্মিনালটিতে ভিড়তে পারছে না। আগামী ১৫ জানুয়ারির আগে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না।
সানবিডি/এনজে