বাংলাদেশে প্রবেশে ভিসা চার্জ গুণতে হবে ভারতীয়দের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৭:৪৭:৫৬
এখন থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করলে আলাদা ভিসা চার্জ গুণতে হবে।প্রাথমিকভাবে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের (বিডিএইচসি) নতুন ‘ভিসা অ্যাপলিকেশন সেন্টার’ থেকে ভিসা সংগ্রহে এই ফিস প্রযোজ্য হবে। পরবর্তীতে ভারতের অন্যান্য শহরগুলিতেও (ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তিসগড়) ‘ভিসা অ্যাপলিকেশন সেন্টার’ চালু করার পরিকল্পনা রয়েছে। তা চালু হলে সব ভারতীয়দেরই জন্য তা প্রযোজ্য হবে।
চলতি বছরের ৭ অক্টোবর কলকাতা বিডিএইচসি এবং দিল্লি ভিত্তিক ‘ডিউ ডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেড’ নামে বেসরকারি সংস্থার মধ্যে এই মর্মে একটি চুক্তি সম্পাদিত হয়। যা বহাল থাকবে পরবর্তী পাঁচ বছর। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিনই এটি চালু হতে পারে। সোমবার থেকে শুক্রবার- সপ্তাহে পাঁচদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ‘ভিসা অ্যাপলিকেশন সেন্টার’ খোলা থাকবে।
এ ব্যাপারে জানা গেছে, সার্ভিস চার্জ হিসেবে প্রত্যেক ভারতীয়দের ভিসা প্রতি ৭০০ রুপি চার্জ গুণতে হবে। সাথে ভারত সরকারের ঘোষিত ১৮ শতাংশ ‘গুডস এন্ড সার্ভিস ট্যাক্স’ (জিএসটি) দিতে হবে। এছাড়া আরও কিছু অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে ভিসার আবেদনকারীদের। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা চার্জ দিতে হয় না। ফলে বাংলাদেশে প্রবেশে নতুন ভিসা চার্জের বিষয়টি সামনে আসতেই নাগরিকদের মধ্যে তা নিয়ে নাখোশ মনোভাব লক্ষ্য করা গেছে।
সল্টলেকের সেক্টর-৫ এ চালু হতে যাওয়া এই নতুন ‘ভিসা অ্যাপলিকেশন সেন্টারে’ প্রতি কপির প্রিন্ট আউট ১৫ রুপি, এক কপি ফটোকপির খরচ ১০ রুপি, ৪ কপি পাসপোর্ট ফটো তৈরির জন্য খরচ ২০০ রুপি, ভিসার ফর্ম ফিলাপের জন্য দিতে ৩০০ রুপি, কুরিয়ার চার্জ বাবদ ৪০০ রুপি, ব্যক্তিগত লাউঞ্জ ব্যবহারের জন্য গুণতে ৩ হাজার ৫০০ রুপি। ঘরে বসে ভিসা পেতে লাগবে ৪ হাজার রুপি।
সানবিডি/এনজে