মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৯:১১:৩৮
নড়াইল সদরের মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি দেয়া হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
আমজাদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুজ্জামান, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা শেখর কুমার নন্দী, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির বাবা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোর্তুজা স্বপন, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ জাপল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত, শিক্ষক সনৎ কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি দেয়া হয়। এছাড়া জেএসসি ও এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন মেধাবীকে সম্মাননা প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ