ইবিতে চাকরির দাবিতে ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসন ভবনে তালা

প্রকাশ: ২০১৬-০২-০৬ ১৯:৫২:৪৭


IU PIC 3চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছে চাকরি প্রত্যাশি ছাত্রলীগের সাবেক কমিটির নেতাকর্মীরা। এসময় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিষ্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাকরির আশ্বাসে দুপুর দুইটার দিকে তারা প্রশাসন ভবনের তালা খুলে দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চাকরির দাবিতে শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয় চাকরি প্রত্যাশি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এসময় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এসএম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা অবরুদ্ধ হয়ে পড়েন।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান জাপান, তৌফিকুর রহমান হিটলার, মাহমুদ হাসান লেলিন, মোহাম্মদ আলী শিমুল, মিজানুর রহমান টিটু, কাসেম মাহমুদসহ ১৫-২০ জন চাকরি প্রত্যাশি তালা লাগিয়ে প্রশাসন ভবনের বাইরে সমাবেশ করে। এর আগে তারা প্রশাসন ভবনের ভেতরে মিছিল দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি প্রত্যাশিরা বিভিন্ন অফিস থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন এবং তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। দুপুর দেড়টার দিকে চাকরি প্রত্যাশি ও ছাত্রলীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অফিসের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে চাকরি প্রত্যাশিরা প্রশাসন ভবনের তালা খুলে দেয়।

এদিকে চাকরি প্রত্যাশিরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলে বাধা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। তারা দুপুর দুইটার গাড়ি ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। ফলে শিক্ষার্থীদের পাবলিক পরিবহনে করে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িগুলো ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া-শান্তিডাঙ্গাতে অবস্থান করছিল। পরে বেলা পৌনে তিনটার দিকে গাড়িগুলো ওই জায়গা থেকে শিক্ষার্থীদের নিয়ে ফিরে যায়।’

চাকরি প্রত্যাশি ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান জাপান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের চাকরি আশ্বাস দিয়েছে। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তালা খুলে দিয়েছি।’

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘আমি তাদেরকে বলেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা আছে। ইউজিসি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তাদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে।

সানবিডি/ঢাকা/রাআ