যে কারণে হঠাৎ জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী!

আপডেট: ২০১৬-০২-০৬ ২০:২৯:৪১


faridpur photo 02_101196ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ম্যাস হিস্টিরিয়ায় অজ্ঞান হয়ে পড়েছে। এদের মধ্যে ২৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান সরদার জানান, সকালে অ্যাসেম্বলি চলাকালে এক ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। পরে বিদ্যালয় ও বাড়িতে যাওয়ার পথে এবং অনেকে বাড়িতেও আক্রান্ত হয়। প্রাথমিকভাবে ২৫ জন অজ্ঞান হয়েছে বলে জানতে পেরেছি।

হিস্টিরিয়ায় আক্রান্তরা জানায়, মাথা ব্যথা, বমির ভাব ও হাত-পা অবশ হয়ে যায়।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আরএমও ডা. শফিকউল্লাহ জানান, দুর্বলতা থেকে এরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ১২ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে।

সানবিডি/ঢাকা/রাআ