মহামারিকালে রেকর্ড পরিমাণ সম্পদ বেড়েছে বিলিয়নিয়ারদের: সমীক্ষা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-০৭ ১৯:২৭:১৩
বিশ্বজুড়ে কোভিড মহামারি চলাকালে রেকর্ড পরিমাণ সম্পদ বেড়েছে বিলিয়নিয়ারদের। সম্পদ বেড়েছে মিলিয়নিয়ারদেরও। মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি রিপোর্ট শীর্ষক এই প্রতিবেদনটি প্রস্তুত করেছে সমাজবিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক। এতে বলা হয়েছে, এই বছর বিলিয়নিয়াররা সম্মিলিতভাবে বিশ্বের মোট সম্পদের ৩ দশমিক ৫ শতাংশের মালিক। ২০২০ সালের গোড়ার দিকে মহামারির শুরুতে এর পরিমাণ ছিল দুই শতাংশের কিছু বেশি। অর্থাৎ, বিশ্ব অর্থনীতির একটি বড় অংশই গুটিকয়েক অতি ধনীর হাতে।
এই সমীক্ষার প্রধান প্রণেতা লুকাস চ্যান্সেল বলেন, ‘কোভিড সংকট অত্যন্ত ধনী এবং বাকি জনসংখ্যার মধ্যে বৈষম্যকে বাড়িয়ে তুলেছে।’
তিনি উল্লেখ করেন, ধনী দেশগুলো অন্যত্র দেখা যাওয়া দারিদ্র্যের তীক্ষ্ণ উত্থানকে প্রশমিত করতে ব্যাপক আর্থিক সহায়তাকে কাজে লাগিয়েছে।
গত জুনে পৃথক এক প্রতিবেদনেও করোনাকালে অতি-ধনীদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। কোভিডের সময়ে একদিকে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়েছে। প্রায় প্রতিটি দেশে লকডাউন হয়েছে। অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন। বহু মানুষ গরিব হয়েছেন। অন্যদিকে বিশ্বে সুপার-রিচ বা অতী ধনীদের সংখ্যা বেড়েছে। অর্থাৎ, করোনাও কিছু মানুষের অতি ধনী হওয়াকে থামাতে পারেনি। বরং কোভিডের ফলে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য আরও বেড়েছে।
সূত্র: রয়টার্স।
এএ