শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৭ ১৯:৪৮:৫৩
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে কুঞ্জলতা ফেরি মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে, ৪ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৩ নম্বর ঘাট থেকে যাত্রী ও ৪৫টি যানবাহন নিয়ে পরীক্ষামূলকভাবে মাঝিরকান্দির দিকে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। নাব্য সংকটে নদীতে কয়েকবার আটকা পড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিন পর আবার ফেরি চলাচল শুরু হলো।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান বলেন, ‘সকাল ৭টায় পরীক্ষামূলকভাবে ৪০টি ছোট গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কুঞ্জলতা ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। নির্বিঘ্নে এটি মাঝিরকান্দিতে পৌঁছেছে। এরপর বিকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই নৌপথে নিয়মিত ফেরি চলাচল করবে।’
সানবিডি/এনজে