সাইপ্রাসের মসজিদে হামলার সমুচিত জবাব দেওয়া হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৭ ২১:০৭:২৫
সাইপ্রাসে মসজিদে হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
গত বুধবার দক্ষিণ গ্রিক সাইপ্রাসের লারনাকা শহরের একটি মসজিদে এক যুবক আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।
এ বিষয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দুই দিনের সফরে কাতার সফর যাচ্ছেন। কাতার সফরের আগে সাংবাদিকদের তিনি সাইপ্রাসের মসজিদে হামলা নিয়ে কথা বলেন।
এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ সাইপ্রাসে আমাদের মসজিদে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই আক্রমণ বিনা জবাবে থাকবে না। হামলার সমুচিত জবাব দেওয়া হবে।
হামলার বিষয়ে এরদোগান বলেন, আমরা দক্ষিণ সাইপ্রাসকে এটা বলতে চাই, আমাদের প্রার্থনার জায়গায় এ ধরনের নাশকতামূলক কাজ করবেন না। এ ধরনের কাজের জন্য আপনাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
সূত্র: আল জাজিরা
সানবিডি/এনজে