রাবিতে অধ্যাপক ড. নাসের স্মরণে শোকসভা
প্রকাশ: ২০১৬-০২-০৬ ২২:০৪:১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের স্মরণে এক শোকসভার আয়োজন করে রাবি সাংস্কৃতিক জোট। শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও আবু বকর মো. শিমুলের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, টিএসসিসির পরিচালক অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, অধ্যাপক ড. নাসের সাংস্কৃতিক আন্দোলনে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বিশেষ করে রাবির সাংস্কৃতিক আন্দোলনে যে কয়জন ব্যক্তির নাম স্মরণীয় তাদের মধ্যে অধ্যাপক ড. নাসের অন্যতম। তিনি শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্বই ছিলেন না; তিনি একাধারে সাংস্কৃতিক, রাজনৈতিকসহ নানা গুনে গুনান্বিত ছিলেন।
এসময় বক্তারা আরও বলেন, রাবিতে সাংস্কৃতিক অঙ্গনে এখন এক মেলবন্ধন কাজ করছে। এ মেলবন্ধন সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন অধ্যাপক ড. নাসের। তাই রাবিতে সাংস্কৃতিক অঙ্গনে তার অসামান্য অবদানের জন্য আজ এ শোকসভার আয়োজন করা হয়েছে। অধ্যাপক নাসেরর অবদানকে স্মরণ করে তার রেখে যাওয়া কাজ শেষ করার দায়িত্ব এখন আমাদের সবার।
সানবিডি/ঢাকা/রাআ