জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নিধনে সিদ্ধহস্ত ছিল: দীপু মনি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-০৭ ২১:৫৪:০৩


শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিয়াউর রহমানের শাসনামলে মুক্তিযোদ্ধাদের হত্যা করার হয়েছে নির্বিচারে। চলেছে মুক্তিযোদ্ধা নিধনের মহোৎসব। মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে যুদ্ধাপরাধীদেরকে সমাজে, রাষ্ট্রে ও রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের গাড়িতে। তাদেরকে বসানো হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে চাকরি দিয়ে সম্মানিত করার চেষ্টা হয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ এই দেশটি তো খুনির দেশ ছিল না, এখনও নয়।

দীপু মনি বলেন, নির্বাচনসহ সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে একে একে ধ্বংসের চেষ্টা চালিয়ে ‘জয় বাংলা’ ও ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বঙ্গবন্ধুর নাম নেওয়াকে। তখন ইতিহাসের বিকৃতি দেখেছি প্রতি পদে পদে। বাংলাদেশকে পাকিস্তানীকরণের সকল চেষ্টা সেদিন হয়েছে। জয় বাংলার বদলে পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছে। রেডিও পাকিস্তানের আদলে বাংলাদেশ বেতারকে বদলে রেডিও বাংলাদেশ করা হয়েছে।

এদিকে ৭ ডিসেম্বর গোপালগঞ্জ শত্রু মুক্ত দিবস উপলক্ষে, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গোপালগঞ্জ সুইমিং কমপ্লেক্সে ‘বিজয় পথে পথে’ শিরোনামে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি সিকদার নূর হোমাম্মদ দুলু ও মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বীরত্বের সঙ্গে গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত করার চিত্রনাট্য প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।

এএ