দেখে নিন প্রকাশ্যে মানুষের মাংস বিক্রি হচ্ছে যেখানে (ভিডিওসহ)

প্রকাশ: ২০১৬-০২-০৬ ২২:১৯:২৩


maxresdefaultধরুন কোন এক ছুটির দিনের সকালে বাজারে গেলেন মাংস কিনতে, কিন্তু কসাইয়ের দোকানের কাছে গিয়ে আপনারতো ভিমরি খাওয়ার মত অবস্থা। কারন সেখানে গরু কিংবা খাসির মাংসের পরিবর্তে ঝুলছে মানুষের মাংস । সেগুলো থেকে টপটপ করে ঝড়ছে তাজা রক্ত। আমি নিশ্চিত মুহূর্তের মধ্যে আপনার ভিতর থেকে ছুটির আমেজ পালিয়ে যাবে। আপনার শুধু মনে হবে আপনি স্বপ্ন দেখছেন আর স্বপ্নে কোন হরর ফিল্মের দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু হরর ফ্লিমের মত মনে হলেও বাস্তবে এমন ঘটনাই কিন্তু ঘটেছিল লন্ডনে। লন্ডনের উত্তর পশ্চিম প্রান্তের একটি এলাকা স্মিথফিল্ড সেখানে গত বছর সেপ্টেম্বরে খোলা হয়েছিল মানুষের মাংস এর দোকান। বলা হচ্ছে এটিই বিশ্বের প্রথম এবং একমাত্র সম্পূর্ন মানব মাংসের দোকান।

দোকানটি খোলে ওয়েস্কার এন্ড সন্স। যদিও দোকানটি মাত্র দুই দিনের জন্য খোলা ছিল তারপর বন্ধ হয়ে যায়। কেনই বা মানুষের মাংস এর দোকান খোলা হল, আবার কেনই বা দুইদিনের মধ্যে তা বন্ধ হয়ে গেল-চলুন এবার আসল কাহিনী জানা যাক।  আসলে দোকানটি খোলা হয়েছিল ওই দুইদিনের জন্যই। ওই বছর সেপ্টেম্বরে বাজারে আসে ক্যাপকম কম্পানির গেম “রেসিডেনশিয়াল ইভিল-৬”। হরর ধাচের এই গেমটি ১৯৯৬ সাল থেকে ক্যাপকম তৈরি করে আসছে। এর নতুন সিরিজ রিলিজ দেওয়ার আগে ক্যাপকম ব্যাপক প্রচারনার সিদ্ধান্ত নেয়। আর এই প্রচারনার দ্বায়িত্ব দেয়া হয় খাবার দাবার শৈল্পিকভাবে উপাস্থাপনের জন্য বিখ্যাত্য শ্যারন বেকারকে। তিনিই মূলত এই মানব মাংসের দোকানের উদ্যোক্তা। এই সভ্য সমাজে ব্রিটেন কেন সারা বিশ্বে মানুষের মাংস বিক্রি করা ও খাওয়ার আইনি বৈধতা নেই। তারপরও শ্যারন বেকার লন্ডনে মানুষের মাংসের দোকান খুলতে পেরেছিলেন। মানুষের মাংস এর দোকানের ভিডিও দেখুনঃ

[embedyt] http://www.youtube.com/watch?v=StANABdochQ[/embedyt]

কারন দোকানে সাজানো মানুষের শরীরে আকৃতির মাংসগুলো মূলত মানুষের মাংস ছিল না। এগুলো ছিল গরু. মহিষ ও শূকরের মাংস। এদেরকে কেবল মানুষের শরীরের আকৃতিতে উপাস্থাপন করা হয়েছে।ক্যাপকম কর্তৃপক্ষ বলছে, গেমটি যে বাস্তবের মতোই তা বোঝাতে তারা এ ধরনের ‘বিজ্ঞাপন’ দেয়। উদ্ভট বা বীভৎস যাই হোক অবিক্রীত থাকেনি কিছুই। বিক্রয়লব্ধ পুরো অর্থ দেওয়া হয় ব্রিটেনের লাইম্বলেস অ্যাসোসিয়েশনকে। অঙ্গপ্রত্যঙ্গ হারানো মানুষদের কল্যাণে এ সংস্থাটি কাজ করে। অবশ্য খাবারের আইটেমের ক্ষেত্রে এমন কাণ্ড আরও আছে। মানুষের অঙ্গপ্রতঙ্গের আকৃতি দিয়ে তৈরি পাউরুটির একটি দোকান কিছুদিন ব্যবসা করে থাইল্যান্ডে। মাথার খুলির আকৃতির চকোলেটও বিক্রি হয়েছে একসময়।

তবে পরবর্তীতে এই দোকানের ভিডিও’র অংশবিশেষ ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন গুজব ছড়ানো হয়, এই ভিডিও’র খন্ডচিত্র দেখিয়ে বলা হয়, ম্যাকডোনাল্ডে মানুষের মাংস খাওয়ানো হয়। আরো অনেক রকম গুজব।

সানবিডি/ঢাকা/রাআ