দ্বিগুণ সয়াবিন রফতানি বেড়েছে ব্রাজিলের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৮ ১৪:২৫:৪৮
চলতি বছরের নভেম্বরে ব্রাজিল গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ সয়াবিন রফতানি করেছে। চীনে ঊর্ধ্বমুখী চাহিদা রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
ব্রাজিলের বৈদেশিক বাণিজ্য বিভাগ জানায়, নভেম্বরে দেশটি ২৫ লাখ ৯০ হাজার টন সয়াবিন রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১৪ লাখ ৩০ হাজার টন।
বর্তমানে বিশ্বে ব্রাজিল শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ। চীন দেশটি থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোয় সয়াবিন সরবরাহ বাড়িয়েছে। অক্টোবরে ব্রাজিলের মোট রফতানির ৮০ শতাংশ সয়াবিনই ক্রয় করে চীন। ক্রয়ের ঊর্ধ্বমুখী এ ধারা নভেম্বরেও অব্যাহত ছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার আঘাতে সয়াবিন রফতানি বিপর্যয়ের মুখে পড়ে। ফলে চীন যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিলিয়ান সয়াবিন ক্রয়ে মনোযোগ বাড়ায়