পঞ্চগড়কে দেশের প্রথম ফিস্টুলামুক্ত জেলা ঘোষণা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১২-০৮ ১৮:২২:৪৭


পঞ্চগড়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম প্রসবজনিত ফিস্টুলামুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন অফিস চত্বরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও জেলা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুরের পাবর্তীপুরে ল্যাম্ব হাসপাতাল যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চগড়কে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্যঅধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক ড. আবু মো. জাকিরুল ইসলাম।

এই উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে ফিস্টুলামুক্ত রোগীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ডা. অনিমেষ বিশ্বাস, ল্যাম্ব হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ও পরিচালক (সার্জন) ডা. ক্রিস অ্যাডওয়ার্ড, প্রোগ্রাম ডিরেক্টর লিটন বালা, পরিচালক (কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম) বাপন মানকিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা বিএমএর সভাপতি ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পিতাম্বর রায়. সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম।

বক্তারা জানান গত ২০১৮ সাল থেকে এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা পঞ্চগড়ের ৪৩ ইউনিয়নের ৮৪০টি গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে ফিস্টুলা রোগীদের খুঁজে বের করে তাদের চিকিৎসা দেন। জেলায় দুই লাখ ৮৩ হাজার ১৪৯ জনের উপর জরিপ চালানো হয়।

সভায় জানানো হয়, পঞ্চগড় জেলায় প্রস জনিত ফিস্টুলা রোগী পাওয়া যায় ৬০ জন। এর মধ্যে ৫০ জনকে অপারেশন ও চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এরমধ্যে ১৯ জনকে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মশীল হিসেবে গড়ে তোলা হয়েছে।

ফিস্টুলা মুক্ত রাখতে হলে প্রসবপূর্ব সেবা (এএনসি) ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা (আরএইচএম) বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ফিস্টুলামুক্ত রাখা সম্ভব হবে। বর্তমানে আর কোনো ফিস্টুলা রোগী এই জেলায় না থাকায় পঞ্চগড় জেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হয়। পরে ফিস্টুলার চিকিৎসা নিয়ে ফিস্টুলামুক্ত হওয়া ১০ জন নারীকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা দেওয়া হয়। এদের প্রত্যেককে চাদর প্রদান করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।

এএ