প্রাণঘাতি করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৮ ২০:০১:০১
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।এ জন্য ৭২ বছর বয়সী গুতেরেস আগামী কয়েক দিনের কর্মসূচি বাতিল করেছেন।
আজ বুধবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, করোনায় আক্রান্ত গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন।
আজ (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল জাতিসংঘ মহাসচিবের। আগমীকাল (৯ ডিসেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
সানবিডি/এনজে