খুলনায় হত্যা মামলার আসামী আটক
আপডেট: ২০১৬-০২-০৬ ২৩:৩১:৩০
জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলা শেষ সীমানা এলাকা থেকে হত্যা মামলার আসামী সোহেল জোয়ার্দ্দার (২৮) কে আটক এবং তার কাছ থেকে ১টি সার্টারগান, ২টি কার্তুজ ও ৬টি সীমসহ ৩টি মোবাইল সেট উদ্ধার করে। সে উত্তর ডুমুরিয়ার টোলনা গ্রামের মৃত আঃ সাত্তার জোয়ার্দ্দারের পুত্র।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী এবং এএসআই এখলাছুর রহমানের নেতৃত্বে ডিবি’র সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে শেষসীমানা এলাকার ইঞ্জিঃ কামাল উদ্দিন স্কুলের সামনে ১টি মটর সাইকেলকে সিগন্যাল দেয়। কিন্তু সিগন্যাল অমান্য করে ২ যাত্রীসহ চালক মটর সাইকেল নিয়ে দ্রুত পলায়নকালে পিছনের আরোহী সোহেলকে ১টি ব্যাগসহ পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ ব্যাগের মধ্য থেকে ১টি সার্টারগান, ২টি কার্তুজ ও ৬টি সীমসহ ৩টি মোবাইল সেট উদ্ধার করে। আটককৃত সোহেল ডুমুরিয়া থানার কোমরাইল গ্রামের ঘের মালিক প্রভাত মন্ডল ওরফে নালো খোকন (৫৫) হত্যা মামলার স্বীকারোক্তিমুলক জবানবন্দীকৃত আসামী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, নিহত প্রভাত মন্ডলের স্ত্রী রীতা মন্ডল কর্তৃক ভাড়াটিয়া খুনি হিসাবে সে ঐ মিশনে অংশ নেয়। ৩০ হাজার টাকা চুক্তিতে কিলিং মিশনে সে এবং আরো ২ ব্যক্তি ছিল। এদিকে অস্ত্রসহ আটক ঘটনায় ফুলতলা থানায় অস্ত্র আইনে পৃথক ১টি মামলা (নং-২, ৫/২/১৬) হয়েছে। গতকাল তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে নেয়া হয়।