মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এলো চট্টগ্রামে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৮ ২০:৫০:৩৪
বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)-এ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস তুলসা’ চট্টগ্রামে এসেছে।
আজ বুধবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে জাহাজটি। চট্টগ্রাম বন্দর জেটিতে আসার সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজটিকে স্বাগত জানান।
৪ ডিসেম্বর হতে চলমান মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর লিটোরাল কমব্যাট শিপ (এলজএস) ইউএসএস তুলশা ও এমএইচ-৬০এস হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দুর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) অংশগ্রহণ করছে।
সানবিডি/এনজে