মানুষের পেট থেকে দেড় কেজি সোনা উদ্ধার

প্রকাশ: ২০১৬-০২-০৬ ২৩:৫১:৫৯


gold_101256হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে মানুষের পেট থেকে ১ কেজি ও ৩৭৪ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ। শনিবার সন্ধ্যায় এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় মজিদ সরকার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান বলেন, শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় কোয়ালালামপুর থেকে এ্যামিরেটাসের একটি বিমান থেকে নামেন মজিদ সরকার নামের ওই ব্যক্তি। এ সময়ে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করে তার পেটের ভেতর থেকে ১২ গ্রাম ও শরীরের অন্যস্থান থেকে ১৭৪ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো