১৪ দশমিক ৬ শতাংশে বেড়েছে চীনের আকরিক লোহা আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৪:১৪:৩২
চীনের আকরিক লোহা আমদানির পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।নভেম্বরে ধাতুটির আমদানি আগের মাসের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বাড়ে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। যদিও ইস্পাতের বাজারে মন্দার কারণে কাঁচামাল হিসেবে ধাতুটির চাহিদা কমেছে। দেশটির শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এ বিষয়ে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, বিশ্বের সর্ববৃহৎ আকরিক লোহা ব্যবহারকারী দেশ চীন। গত মাসে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে ১০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা কেনে। অক্টোবরে কিনেছিল ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৬ দশমিক ৯ শতাশ।
চীনের বাজারে চলতি বছর ধাতব পণ্যসহ সব ধরনের পণ্যের দাম লাগামহীন হয়ে ওঠে। বাজার নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ নেয় বেইজিং। এরই অংশ হিসেবে আকরিক লোহা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে গত মাসের আমদানি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এ সময় সবচেয়ে বেশি আকরিক লোহা এসেছে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে।
সানবিডি/এনজে