বড় ভাইকে হত্যা: ২ সহোদরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৬:৩১:৪০
জয়পুরহাটের আক্কেলপুরে জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধে চাঞ্চল্যকর আবু তাহের ওরফে জাহের হত্যা মামলায় তারই দুই সহোদর ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের সেকেন্দার, শহিদুল ও উলিপুর গ্রামের বাবু মিয়া।
সানবিডি/এনজে