ভারতে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৯:৫৮:২২
বিশ্বজুড়ে মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট আক্রমণের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হলো ৩১শে জানুয়ারি পর্যন্ত। ১৫ ডিসেম্বর ভারতে আন্তর্জাতিক বিমান এর উড়ান শুরু হওয়ার কথা ছিল। বিদেশ থেকে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে ওমিক্রন ভাইরাস এ দেশে প্রবেশ করছে বলে বিশেষজ্ঞদের অনুমানের পরই এই বিমান উড়ান একত্রিশ জানুয়ারি পর্যন্ত রদ করা হলো।
এই নিষেধাজ্ঞার ফলে বিদেশ থেকে ভাইরাস আসার সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার ভারতে মোট ৯ হাজার ৪১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫৯ জনের। ওমিক্রন সংক্রমণের নতুন কোনও খবর অবশ্য এখনও পাওয়া যায়নি।
সানবিডি/এনজে