ভ্যাট আদায়ে ইএফডি টেকসই করার পরিকল্পনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ২১:০৫:৫৪
২০১৯ সালের ২৫ আগস্ট খুচরা বিক্রেতা পর্যায়ে ভ্যাট আদায়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বিপণি-বিতানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানো শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর থেকে চলতি বছরের মধ্যে মোট ২০ হাজার যন্ত্র বসানোর কথা ঘোষণায়ই সীমাবদ্ধ রেখেছে সংস্থাটি। গত আগস্টে পর্যন্ত তিন হাজার ৩৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইএফডি বসিয়েছে এনবিআর।
তবে. এবার ইএফডি বসানো নিয়ে বিকল্প চিন্তা করছে সংস্থাটি। ইএফডিকে খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ে কার্যকর মাধ্যম উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, ইএফডি টেকসই করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ইএফডি একটা বার্নিং ইস্যু। আমাদের জন্য বড় চ্যালেঞ্জও। রিটেইল সেক্টর থেকে ভ্যাট সংগ্রহ করা, তা কোষাগারে জমা করা অনেক বড় সম্ভাবনার জায়গা। এখানে ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা আনতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। সর্বশেষ আমরা ইএফডি শুরু করলাম। ইএফডির পাইলট প্রজেক্ট থেকে এ পর্যন্ত এটা সাকসেসফুলি রান করছে। রিলায়েবল, ইফেকটিভ রিটেইল ভ্যাট কালেকশনের একটা মাধ্যম হিসেবে ইএফডি প্রমাণিত হয়েছে। আমরা চাচ্ছি এটাকে আরও এক্সপান্ড করতে। আমরা ১ লাখ মেশিন বসানোর পরিকল্পনা করেছিলাম। প্রথম পর্যায়ে ১০ হাজার ইনস্টল করার কথা ছিল।’
ভ্যাট আদায়ের এই যন্ত্রটি কার্যকর হলেও টেকসই নয় উল্লেখ করে রহমাতুল মুনিম বলেন, ‘ইএফডি কার্যকর হলেও আমরা লক্ষ্য করলাম এটা টেকসই হবে না। আগের বিভিন্ন পদক্ষেপের মতো এটা ইফেক্টিভ, ইফিশিয়েন্ট হলেও সাকসেসফুল হবে না। আমাদের চিন্তা এটাকে কীভাবে টেকসই করা যায়। ১ লাখ মেশিন বসালেও সেটা পুরো দেশ কাভার করবে না। আবার ভ্যাট অফিসের মাধ্যমে মেশিনগুলো বসানো, রক্ষণাবেক্ষণ, রিপ্লেসমেন্ট, মেশিনগুলোর ব্যবহার ঠিক মতো হচ্ছে কি না এগুলো পাহারা দেওয়া, এগুলো যদি এনবিআরের ম্যানপাওয়ার দিয়ে করতে হয় তাহলে এটা টেকসই হবে না। তাই এটার একটা বিকল্প পথ আমরা চিন্তা করেছি। সেটা হলো অনেক মেশিন রিটেইল সেক্টরে ছড়িয়ে দেবো। কিন্তু সেটা যেন হয় খুব সহজ সিস্টেমে।’
তিনি আরও বলেন, ইএফডিকে টেকসই করতে আমরা একটা ফর্মুলা বের করেছি। সেটা ১ সপ্তাহের ভেতর জানতে পারবেন। আমরা একটা পরিকল্পনা করেছি যা পুরো ব্যাপারটাকে টেকসই করবে।
সানবিডি/এনজে