সার্কাস দল পাচ্ছেন না জয়া!
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১১:৫৬:০১
কোনো সার্কাস দল না পাওয়ায় অবশেষে পিছিয়ে দেয়া হল ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্মাতা মহড়ার জন্য সার্কাস টিম খুঁজে ফিরছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। খুঁজে পাচ্ছেন না কোনো সার্কাস টিম। তাই বাধ্য হয়ে পিছিয়ে দেয়া হয়েছে ছবিটি শুটিংয়ের তারিখ।
মূলত দেশের সার্কাস দলকে কেন্দ্র করে পরিচালক মাহমুদ দিদার নির্মাণ করছেন ‘বিউটি সার্কাস’ নামের ছবিটি। আর এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসানকে চূড়ান্ত করা হয়েছিল।
এর আগে নির্মাতা জানিয়েছিলেন নতুন বছরের জানুয়ারির শেষের দিকেই শুরু করা হবে ছবিটির শুটিং। কিন্তু জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির অর্ধেক যাওয়ার পথ ধরলেও ছবিটির শুটিং শুরু না করার কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘ছবিটি যেহেতু আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি সার্কাস দলকে কেন্দ্র করে নির্মিত হবে তাই মহড়ার জন্য সার্কাস দলকে খুঁজে ফিরছি আমরা। আর মহড়া না করে শুটিংও শুরু করতে পারছি না। তাই আপাতত দুমাসের জন্য শুটিং পিছিয়ে দেয়া হয়েছে।’
তবে আপাতত নবাবগঞ্জের ‘লক্ষ্মী নারায়ণ সার্কাস’ নামে একটি সার্কাস টিম ভাড়া নেয়ার কথাও জানিয়েছেন নির্মাতা। ফলে দুই মাস মহড়ার পরই ছবিটির শুটিং শুরু হবে।
২০১৪-১৫ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এই ছবিটির প্রথমদিকের শুটিং ময়মনসিংহের বিড়িশিরি ও সিলেটের গোয়াইনঘাটে হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস