সাপ্তাহিক দর পতনের শীর্ষে একমি পেস্টিসাইডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১০:৫১:৪১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৬ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ২ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আমান ফিডের দর কমেছে ৮ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ২৭ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৭৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, ফরচুন সুজের ৫.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.১৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৪.৮৩ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস