‘ব্যাংক কর্মকর্তা’ সেজে সাবেক ভারতীয় ক্রিকেটারের প্রতারনা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১২:১০:২০
আরও একবার আলোচনায় আসলেন সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি । তিনি এবার পড়েছেন সাইবার প্রতারণার ফাঁদে। বেসরকারি ব্যাংক কর্মকর্তা সেজে তার অ্যাকাউন্ট থেকে লাখেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন প্রতারক।
সম্প্রতি অনলাইনে এক ব্যক্তি তার কাছে নিজেকে ব্যাংক কর্মকর্তা দাবি করেন। তার অ্যাকাউন্টের কাজ করার অজুহাত দিয়ে কাম্বলিকে রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন এনিডেস্ক নামিয়ে নিতে বলেন।
পরে সেই অ্যাকাউন্টের অ্যাকসেসও নিয়ে নেন সেই প্রতারক। আর তার পরই তাকে নেট ব্যাংকিং মারফত কিছু টাকা লেনদেন করতে বলা হয়। তিনি সেটা করলে সেই সময় ওটিপির পাশাপাশি ব্যাংকের অন্যান্য তথ্যও প্রতারকের কাছে চলে যায়। এরপর চোখের পলকেই কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৪ হাজার ভারতীয় রুপি হাতিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর গত মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন কাম্বলি। সাইবার প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করার পরই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ।
পুলিশের সেই তদন্ত সফলও হয়েছে। যার ফলে গচ্চা যাওয়া টাকা কাম্বলির অ্যাকাউন্টে ঢুকে গেছে আবার।
এই ঘটনার পর স্বস্তি প্রকাশ করলেও কাম্বলি উৎকণ্ঠা প্রকাশ করলেন সাধারণ মানুষের জন্য। বললেন, ‘ঘটনাটি ঘটেছিল ৩ ডিসেম্বর। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে জালিয়াতির অপরাধ বাড়ছে। আমার টাকা ফেরত দেওয়া হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগই এই ধরনের স্ক্যামার এবং প্রতারকদের খুঁজে বের করতে পারে না। আমি সত্যিই খুশি যে পুলিশের কাছ থেকে অত্যন্ত সমর্থন পেয়েছি। এবং এই ধরনের অপরাধ এবং অপরাধীদের থামাতে ও সচেতনতা তৈরি করার জন্য আরও তদন্তের প্রয়োজন। এবং এই প্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করতে আমি দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সাধ্যমতো চেষ্টা করব।’
সানবিডি/ এন/আই