চাহিদা বৃদ্ধিতে বাড়ছে ভারতের স্বর্ণ আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১৬:৩৮:৫৩
বর্তমানে স্বর্ণ আমদানিতে ভারত বিশ্বের পঞ্চম শীর্ষ দেশ। দেশটিতে ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে স্বর্ণ আমদানির পরিমাণ ১৭০ শতাংশ বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত বছর প্রথম প্রান্তিকে পূর্ণ ও দ্বিতীয় প্রান্তিকে আংশিক লকডাউন জারি হয়। এতে অর্থনীতিতে ধস নামে। তাই গত বছর একই সময়ের সঙ্গে বর্তমান চিত্রের তুলনা করা অমূলক।
এ বিষয়ে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ তথ্যানুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে ধাতুটির চাহিদা ৬০ শতাংশ বেড়েছে। ডব্লিউজিসির তথ্যমতে, জনসাধারণ ছাড়াও ক্রেতার তালিকায় রয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আনুমানিক ৪১ টন স্বর্ণ ক্রয় করে। এ নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মোট স্বর্ণের পরিমাণ ৭৪৫ টন।
তবে মহামারী-পূর্ব সময়ের সঙ্গে তুলনা করলেও এ বছর স্বর্ণ আমদানির পরিমাণ বাড়তি ছিল। চলতি বছর ধাতুটির আমদানি মূল্য ছিল ৩ হাজার ৩৩২ কোটি ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৬১ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে বাণিজ্য ঘাটতিও ছিল সাড়ে ৭ শতাংশ বেশি। তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের পর এ বছরই আমদানির পরিমাণ সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে।
সানবিডি/ এনজে