ভাউচার ছাড়া সোনা কেনাবেচা করলে ব্যবস্থা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১১ ১৮:১৪:১৬
রাজধানীর ধানমন্ডির একটি বাসায় চুরির ঘটনায় চারজনের একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি চোরাই সোনা অবৈধভাবে বিভিন্ন দোকানে বিক্রি করতো। যারা অবৈধভাবে ভাউচার বা রিসিট ছাড়া সোনা কেনাবেচা করে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গত ৭ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির ফ্ল্যাটে চুরি হয়। যা লন্ডন প্রবাসী ফ্ল্যাটের মালিক আইপি ক্যামেরায় সে দেশে বসে দেখতে পান। এনিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন খবর প্রকাশ হয়। ঘটনার পর র্যাব-২ গোয়েন্দা নজরদারি শুরু করে।
গোপন তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর মোহাম্মদপুর থেকে চুরির সঙ্গে জড়িত নাসির শেখ (২৫), ফরহাদ (২৯), সেলিম (২৬) ও আজাদকে গ্রেফতার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, “চক্রটি ৫/৬ বছর ধরে মোহাম্মদপুরের বসিলায় বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে।”
তিনি বলেন, “৮ ডিসেম্বর আজাদের দোকানে সোনা বিক্রি করে তারা। বিক্রির ৫০ হাজার টাকা তারা ভাগবাটোয়ারা করে। আজাদ চোরাই সোনা কেনাবেচা করে।”
চক্রটি চুরির উদ্দেশে একটি টুলসবক্স নিয়ে ঘুরে বেড়ায়। তারা প্রথমে খালি বাসা রেকি করে। এরপর চুরি করে বলেও জানান তিনি।
র্যাবের মুখপাত্র বলেন, “যারা ভাউচার ছাড়া সোনা কেনাবেচা করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সানবিডি/এনজে