স্কুল শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল ছাত্ররা

প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৪:১৪:০৬


produtto-kumarশিক্ষা সফরকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাসের হাত ও পা ভেঙ্গে দিয়েছে ছাত্ররা।

শনিবার বিকালে ওই শিক্ষক স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। রাতে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার স্কুলের শিক্ষা সফরে মুজিবনগর যাই। সেখানে খাবার পরিবেশন নিয়ে স্কুলের দশম শ্রেণির ছাত্র আজিম, রাব্বি, আল আমিন ও সুজনসহ বেশ কয়েকজন ছাত্র উচ্ছশৃঙ্খল আচরণ করে।

তিনি আরো বলেন, এসময় আমি ওই ছাত্রদের ধমক দিয়ে নিবৃত করি। এতে তারা ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকালে স্কুল থেকে মাগুরা শহরের বাড়ি ফেরার পথে আলমখালি এলাকায়
ওই ছাত্ররা আমার ওপর হামলা চালায়।

প্রদ্যুত কুমার বলেন, তাদের হামলায় আমি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যাই। ছাত্রদের লাঠির আঘাতে আমার এক হাত ও এক পা ভেঙ্গে যায় ।

পরে এলাকাবাসী সন্ধ্যায় আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন-যোগ করেন আহত স্কুল শিক্ষক।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তত্ত্ববধানে রয়েছেন।

শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সংবরণ বিশ্বাস। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সানবিডি/ঢাকা/এসএস