দর বৃদ্ধির শীর্ষে আরামিট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১২ ১৫:৫০:৩১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরামিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৩৩৩ বারে ৬৩ হাজার ২৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এমবি ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১৩৬ বারে ৮ হাজার ২৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৪২ বারে ৩ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯  লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৯৬ শতাংশ, এপেক্স ফুডসের ৭.৫৩ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, ন্যাশনার টি’র ৭.৪৫ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৭.৪২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস