দর পতনের শীর্ষে ওয়ান ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১২ ১৬:০৯:২৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ১৭৫ বারে ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮ বারে ৪২ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৮ বারে ২ লাখ ৯০ হাজার ১৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৫.৬৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫.৬৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৩৭ শতাংশ, তশরিফার ৫.৩৪ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ৫.১৪ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস