র্যাব সংবিধান, আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছে: ডিজি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১২ ১৭:০৬:৪৯
র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র্যাব বাংলাদেশের সংবিধান, আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনার পাথরঘাটা এলাকার লঞ্চঘাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্তঃর্জাতিক মহলে র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন, ‘আমরা যখন কাজ করি, আমাদের এই কার্যক্রম জ্যুডিশিয়াল সিস্টেমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। থানা পুলিশ এটা তদন্ত করে থাকে। আমরা কিন্তু তদন্ত করি না।’
‘এই তদন্তের পর যদি মামলা করার প্রয়োজন হয়, মামলা হয়ে যায়। সেই মামলার তদন্ত হয়। এরপর জ্যুডিশিয়াল সিস্টেমে সেটা কোর্টে যায়। এরপর যাচাই-বাছাই হয়। তারপর সেই সিদ্ধান্ত হয়, এরপরই আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে’, বলেন তিনি।
র্যাবের ডিজি আরও বলেন, ‘এ ছাড়া, আমাদের স্বাধীন মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই-বাছাই হয়। এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। সবকিছু আইন এবং বিধির আলোকে সংগঠিত হচ্ছে।’
এএ