যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-১২ ১৭:১৮:০১


চট্টগ্রামের পতেঙ্গায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. রিয়াজ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ (রোববার) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, আদালতে আমরা ছয়জন সাক্ষীকে হাজির করেছিলাম। তাদের সাক্ষ্যের ভিত্তিতে রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ১১ (ক) ধারায় এ আদেশ দেওয়া হয়েছে।

আরিফুল আলম আরও বলেন, মামলার বাদী রুমা বেগমের বাবা মামলাটি পরিচলনায় অবহেলা করেছেন। মামলার রায় হোক সেটা তিনি চাননি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুরের মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি পতেঙ্গা থানার খালপার এলাকার শাহাজাহান গলির একটি ভাড়া বাসায় যৌতুকের জন্য শ্বাসরোধ করে রুমা বেগমকে হত্যা করেন তার স্বামী রিয়াজ হোসেন। ওই বছরের ৩ মার্চ রুমা বেগমের বাবা সিরাজুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় রিয়াজ হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেন।

সানবিডি/ এন/আই