দুই বছরে বিডার ওএসএসে অর্ধশতাধিক সেবা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১২ ১৯:০০:২৯


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন যুক্ত হয়েছে ৫টি সেবা। এ নিয়ে দুই বছরে বিডার ওএসএস পোর্টালে পাওয়া যাচ্ছে ১৮টি সংস্থার ৫৬টি সেবা।

রোববার (১২ ডিসেম্বর) বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমালের সঞ্চালনায় এতে সংস্থার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ২০১৯ সালে মাত্র দুটি সেবা দিয়ে যাত্রা শুরু করে বিডার ওএসএস পোর্টাল। কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলা করেও ওএসএস পোর্টালে ৫৬টি বিনিয়োগ সেবা সংযুক্ত করা গেছে। ১৮ সংস্থার এই সেবা ২৪ ঘণ্টা চলমান।

নতুন করে যে পাঁচটি সেবা যুক্ত হয়েছে- বিডার তৃতীয় অ্যাডহক আইআরসির সুপারিশ, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বিদেশি নাগরিকদের আয়কর সনদ প্রদান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের মাধ্যমে রফতানি নিবন্ধন সনদ দেওয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স দেওয়া ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কান্ট্রি অব অরিজিন প্রদান করা।

এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে এ সেবা নিতে পারবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এএ