স্কুল-মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৫:১৯:৫২
দেশের স্কুল ও মাদরাসা শিক্ষকদের ইংরেজি স্পিকিং ও লিসেনিং বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিট্রিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ব্রিটিশ কাউন্সিলের পক্ষে পরিচালক বারবারা ইউথ হাম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘এতদিন ইংরেজি রিডিং এবং রাইটিং এর মূল্যায়ন করা হতো। এখন থেকে ইংরেজি স্পিকিং ও লিসেনিং স্কিল এর মূল্যায়ন করা হবে। তাই ক্লাস রুমে রিডিং এবং রাইটিং এর পাশাপাশি স্পিকিং ও লিসেনিং স্কিল এর নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা ইংরেজি ভাষার ৪টি স্কিল আয়ত্ত করার মাধ্যমে এ ভাষা পুরোপুরি দখলে আনতে পারবে।’
অনুষ্টানে বারবারা ইউথ হাম বলেন, ‘ইংরেজি শিখার মাধ্যমে এ জাতি সমৃদ্ধ হবে।’ বিট্রিশ কাউন্সিলকে প্রশিক্ষণ দেয়ার সুযোগ দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সানবিডি/ঢাকা/এসএস