ঢাকা দক্ষিণ সিটির ৯ গাড়ি চালক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১৩ ২০:৫৯:২৭
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার জের ধরে বরখাস্ত করা হয়েছে ডিএসসিসির নয় জন গাড়িচালককে।
দক্ষিণ সিটি’র সচিব দফতর সূত্রে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া নয় চালকের মধ্যে সাত জন ময়লাবাহী গাড়ির (ভারী) চালক ছিলেন। বাকি দু’জন সংস্থার হালকা গাড়ি চালাতেন।
সূত্র জানিয়েছে, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগতদের দিয়ে চালানোর দায়ে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলেন- কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।
দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে ৮ ডিসেম্বর এসব চালককে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। তবে এ তথ্য জনসমক্ষে প্রকাশে সংস্থাটির পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা করা হয়।
চালকদের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, তাঁকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এএ