দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৪ ১৫:৪০:৩৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১৭৪ বারে ৮৪ লাখ ৪৬ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এএমসিএল প্রাণের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৮০ বারে ১ লাখ ৮৮ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ৭৭৯ বারে ৯০ হাজার ৮৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, এপেক্স ফুডের ৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.৮৬ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৬.৬২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫,৮৮ শতাংশ, বাটা সুয়ের ৫.৮৭ শতাংশ এবং লিন্ডে বিডির ৫.৪১ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস