রাবিতে রিপোর্টার্স ইউনিটির নবীন শিক্ষার্থীদের বরণ
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৮:২৮:৪১
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এ সময় নবীনদের হাতে কলম ও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।
রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ীর সঞ্চালনায় সংগঠনটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জাকির হোসেন তমাল ও কায়কোবাদ খানসহ অনেকেই।
নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলেন, ‘এমন সুন্দর ক্যাম্পাসে ভর্তি হতে পারা সত্যি অনেক ভাগ্যের। তোমরা তাই করেছ। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার স্মৃতি জড়িত ক্যাম্পাসে তোমাদের পদচারণা আমাদের পুলকিত করেছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনে তোমরা রিপোর্টার্স ইউনিটির মতো ক্যাম্পাসের সাংবাদিক সংগঠনে এসে সংবর্ধনা পাচ্ছ। এই দিনটি তোমাদের কাছে সারা জীবনের পাথেয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘যাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাঁদেরকে মূল্যায়ন করতে হবে। তাঁদের আত্মত্যাগকে আমাদের চেতনায় ধারণ করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের স্বাধীন সার্বভোম বাংলাদেশ গঠন হবে। তরুণরাই পারে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। সেই পথে তোমরা অগ্রগামী। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে ভালোবাসলে তোমাদের সাফল্য আসবেই। তোমরা বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে সৃজনশীল করবে এটাই কামনা।’
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ বলেন, ‘সুন্দর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অনেক। তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ বলেন, ‘সাংবাদিকতায় পড়তে এসে তোমরা অনেক বিষয় শিখতে পারছ। যা অন্য বিভাগের শিক্ষার্থীদের সুযোগ নেই। তাই তোমাদেরকে দেশ গড়ার কারিগর হতে হবে।’
রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আমরা প্রগতিশীলতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। রিপোর্টার্স ইউনিটিতে তোমাদের স্বাগতম। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাংবাদিকতা করতে চাইলে এই সংগঠনে আসতে পারবে।’
এর আগে রিপোর্টার্স ইউনিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা নবীনদের উদ্দেশ্যে লিখিত অভিনন্দন বাণী পড়ে শোনান। অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী সুজন আহমেদ ও তানজিনা আক্তার প্রাপ্তি স্বাগত বক্তব্য রাখেন।
সানবিডি/ঢাকা/রাআ