তিন দিন বন্ধ পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৫ ১১:২৪:২২


আগামীকাল ১৬-ই ডিসেম্বর (বৃহস্পতিবার), মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারের লেনদেনও।

১৬ ডিসেম্বরের (বৃহস্পতিবার) পরের দুই দিন অর্থাৎ ১৭ এবং ১৮ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।

জানা গেছে, বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস ১৬-ই ডিসেম্বর। দীর্ঘ নয় মাস পাক বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বাঙালিদের। যুদ্ধে ৩০ লাখ বাঙালি জীবন আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ।

দিনটি যথাযথ ভাবে উদযাপনের জন্য দেশের সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান এবং আদালতসহ দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারের লেনদেন।

বিজয়ের এই দিনটি উৎযাপনের পর এবং সাপ্তাহিক দুই দিন ছুটির পর ১৯ ডিসেম্বর (রবিবার) আবার দেশের সব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হবে। একই সাথে চালু হবে দেশের পুঁজিবাজারের লেনদেনও।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস