ভাগ্য বদলের অপেক্ষায় সহস্রাধিক বেকার যুবক-যুবতী

প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৮:৪০:৫০


barisal-d_15667বরিশালের আগৈলঝাড়ায় সহস্রাধিক শিক্ষিত বেকার যুবক ও যুবতীর ভাগ্য বদলের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বেকার যুবক-যুবতীদের চাকুরী প্রদানের ঘোষণার পর সরকারের ন্যাশনাল সার্ভিসের আওতায় অবশেষে তাদের ভাগ্য বদলের পালা শুরু হচ্ছে আগৈলঝাড়ায়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব একেএম মাসুদুল হাসান জানান, সরকারের ন্যাশনাল সার্ভিসের (৪র্থ পর্ব) আওতায় যোগ্যতা অনুযায়ী কাজের জন্য জনবল কাঠামো নিয়োগ দেয়ার লক্ষে সরকার উপজেলার নিজ এলাকার ২৪ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি বা সমমানের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে দু’বছর মেয়াদী প্রকল্পে চুক্তিভিত্তিক চাকুরীর জন্য ৩১ জানুয়ারীর মধ্যে দরখান্ত আহ্বান করা হয়।এতে সাড়া দিয়ে উপজেলার ২ হাজার ২৩ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী আবেদন করেন।

এর মধ্যে ৮শ’ ১২ জন পুরুষ এবং ১ হাজার ২শ’ ১১ জন মহিলা প্রার্থীর আবেদন করেন। বাছাইয়ে ১ হাজার ২শ’ ৮৩ জন প্রার্থী বৈধ ও ৭শ’ ৪০ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বয় কমিটির সভাপতি দেবী চন্দ বলেন, উপজেলা পরিষদের সাথে সংশ্লিষ্ট শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, কৃষি, সমাজসেবাসহ ১৭টি দপ্তরের আওতায় তাদের কাজের সুযোগ রয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ