পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও চাদর বিতরণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-১৫ ২০:৩৫:২২
প্রতিবছর শীত মৌসুমে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে তীব্র শীত নামে।এ সময় প্রচন্ড ঠান্ডায় চরম কষ্টে দিনাতিপাত করেন অসহায় ছিন্নমূল পথশিশুরা।তাদেরকে শীতের কষ্ট থেকে একটু পরিত্রাণ দিতে এগিয়ে এসেছে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন।
ওরা পথশিশু নয়, নগরফুল।এই স্লোগানকে সামনে রেখে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আজ বুধবার(১৫ ডিসেম্বর) দিনাজপুর রেলওয়ে থানায় অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে প্রথম শীতবস্ত্র, চাদর ও একবেলা খাবার প্রদান করা হয়। এ সময় ৩৫ জন শিশুর মাঝে শীতবস্ত্র,চাদর ও খাবার বিতরণ করা হয়।
পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক কে, এম, নাহিদ হাসান বলেন, আল্লাহর অশেষ রহমতে আজ প্রথম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনেক ভালো ভাবে সম্পন্ন হলো।
এই মহৎ কাজে বিশেষ সহযোগীতা করেছেন দিনাজপুরের সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মাহতাব হোসেন মুকুট এবং দিনাজপুর রেলওয়ে পুলিশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর রেলওয়ে থানার বিভিন্ন পুলিশ সদস্যরা এবং উৎসাহ সামাজিক সংগঠনের পরিচালক মিজানুর রহমান মিজুসহ পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সংগঠনের সদস্যবৃন্দ।
সানবিডি/ফাহমিদ জামান