হিলিতে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৬ ১৪:৪২:০৮


মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন। এদিন ভোর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ সময় সোহরাব হোসেন জানান, আগামী শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।

সানবিডি/এনজে