বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৬ ১৬:৫৮:২৭


মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সানবিডি/এনজে