কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৬ ১৯:৫১:২৮
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বিষয়টি গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আব্দুল হামিদ মিয়া জানান, বেলা পাঁচটার কিছু সময় পর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকার একটি ঝুটের আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল মিনি স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিটসহ ,মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
সানবিডি/এনজে