বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১২-১৬ ২০:৫১:১৬


ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জেলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের উদ্যোগে হলরুমে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। একইসঙ্গে বিজয় দিবস উদযাপন করা হয়।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারেফ হোসেন লাভু। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রভাষক মো. নোমান হোসেন, মো. আল-আমিন, মিজানুর রহমান দিদার ও মফিজুর রহমান।

১৯৪৭ সালের আজকের এই দিনে ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তার বাবার নাম হাবিলদার মো. হাবিবুর রহমান ও মাতা মালেকা বেগম।

এএ