বিজ্ঞান মনষ্ক সমাজ গঠনে রোভারদের প্রতি জবি উপাচার্যের আহবান

আপডেট: ২০১৬-০২-০৮ ০০:০৭:২২


IMG_20160207_185109

আজ ৭ ফেব্রুয়ারী রোজ রবিবার বিকেলে পঞ্চদশ ঢাকা জেলা রোভার মুট ও প্রথম কমডেকা ২০১৬ এ ইয়ুথ ফোরামের  আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দোসাইদ স্কুল এন্ড কলেজে মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অন্ধকারচ্ছন্ন না হয়ে বিজ্ঞান মনষ্ক সমাজ গঠনে রোভারদের প্রতি আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রোভারদের বিজ্ঞান মনস্ক হওয়ার পাশাপাশি প্রযুক্তি নির্ভর সমাজ গঠনেও ভূমিকা রাখার জন্য আহবান জানান তিনি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস  ঢাকা জেলা রোভারের কোষাধাক্ষ্য জনাব মিজানুর রহমান মজুমদার, ও সহকারী কমিশনার অধ্যক্ষ মুহাম্মদ আলী মানিক। প্রধান স্কাউট  ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সম্পাদক মু. ওমর আলী।

IMG_20160207_185150বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও ইয়ুথ ফোরামের ডিরেক্টর মো: আবুসালেহ সেকেন্দার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সৈয়দ মোঃ সিয়াম।

বিতর্কে চ্যম্পিয়ন হয় বিরোধী দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হযরত বেলাল। সেরাদের সেরা বক্তা হিসেবে ভূষিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হাসান আলী।

অনুষ্ঠান শেষে উপাচার্য মহোদয় ক্যাম্পের তাঁবু ঘুরে দেখেন। এছাড়া তিনি দুটি সাবক্যাম্পের স্বাস্থ্য সচেতনতা র‌্যালির শুভ  উদ্বাধন ঘোষণা করেন।

সানবিডি/ঢাকা/রাআ