চট্টগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-১৭ ১৪:৪৬:২৯


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নাম্বার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় তিন দিনব্যাপী ইজতেমা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও উপজেলা হতে মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছে।

আজ ১৭ ডিসেম্বর শুরু হওয়া ইজতেমা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে হাটহাজারীতে এখন মানুষের ঢল নেমেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইজতেমা মাঠে র‌্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশের সদস্যরা। নিরাপত্তার জন্য ইজতেমা মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এর আগে বৃষ্টির কারণে পূর্বের নির্ধারিত ১০, ১১ ও ১২ ডিসেম্বর তারিখ বিজ্ঞ আলেমদের ও ইজতেমার মুরুব্বিদের সমন্বয়ে গঠিত সবার পরামর্শে পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর নির্ধারণ হয়।

ইজতেমার মুরুব্বি মুফতি জসিম উদ্দিন বলেন, তিন দিনব্যাপী ইজতেমার সব কাজ শেষ হয়েছে। এখন ইজতেমা মাঠে মুসল্লিরা চলে এসেছেন। অনেকেই আসছেন। ইজতেমায় চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে তাবলিগের সাথি ভাইয়েরা এই জোড়ে শরিক হবেন।

এএ