ভারতের স্বর্ণ আমদানি ছয় বছরের সর্বোচ্চে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৭ ২০:৪৭:২৭
মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসায় ভারতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে বছরের শেষে ভারতে চলছে বিয়ের ধুম। বিয়ের মৌসুমকে কেন্দ্র করে স্বর্ণ আমদানিতে উল্লম্ফন দেখা গেছে। চলতি বছর মূল্যবান ধাতুটির আমদানি ছয় বছরের সর্বোচ্চে পৌঁছতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর দ্য প্রিন্ট।
তথ্যানুযায়ী, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ভারতে প্রায় ২৫ লাখ বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের সংক্রমণ হার কমার কারণে সরকারি বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বছর শেষে ভারত মেতে উঠেছে বিয়ের উৎসবে। কভিড-১৯ মহামারীতে প্রায় দুই বছর বিয়ের উৎসব স্থগিত হওয়ায় স্বর্ণের চাহিদাও ছিল পড়তির দিকে। এতদিনে এসে স্বর্ণকারদের ভাগ্য ফিরেছে।
বর্তমানে বিশ্বে স্বর্ণ ব্যবহারে দিক থেকে বিশ্বে দ্বিতীয় শীর্ষ দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা আবারো ক্রমাগত বাড়ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে স্বর্ণ আমদানিও। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য বলছে, গত বছর ৩৫০ টন স্বর্ণ আমদানি করেছে ভারত। এ বছর শেষ প্রান্তিকের পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টরা ধারণা করছেন, উৎসব মৌসুমকে ঘিরে দেশটিতে স্বর্ণ আমদানি ৯০০ টনে পৌঁছতে পারে। ধারণা সত্যি হলে ছয় বছরে ভারত রেকর্ড পরিমাণ স্বর্ণ আমদানি করবে এবার।
সানবিডি/এনজে